গুরুত্বপূর্ণ প্রকল্প সমূহের তথ্য
জাটকা নিধন প্রতিরোধ, জেলেদের বিকল্প কর্মসংস্থান ও গবেষণাপ্রকল্প
উদ্দেশ্য: জাটকা সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধিকরণ, ইলিশ অভয়াশ্রম কার্যক্রম জোরদারকরণ, জাটকা আহরণকারী মৎস্যজীবীদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন এবং জাটকা ও মা ইলিশ সংরক্ষণ করে ইলিশের উৎপাদন বৃদ্ধিকরণ।
জেলেদের নিবন্ধনও আইডিকার্ড প্রদান প্রকল্প
উদ্দেশ্য: প্রকৃত জেলেদের সনাক্ত করে নিবন্ধন এবং পরিচয় পত্র প্রদান, মৎস্য সম্পদের উন্নত ও স্থায়িত্বশীল ব্যবস্থাপনার নিমিত্ত প্রকৃত জেলেদের ডাটাবেইজ প্রণয়ন এবং প্রাকৃতিক দূর্যোগে নিহত জেলেদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান।
মৎস্য সংরক্ষণে ফরমালিনের ব্যবহার নিয়ন্ত্রণ গণসচেতনতা সৃষ্টি প্রকল্প
উদ্দেশ্য: মাছে ফরমালিন ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পকে সচেতনা বৃদ্ধি, ফরমালিন সনাক্তকরণ বিষয়ে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মাছ বিক্রেতা, মৎস্য আড়তদার, মৎস্য বাজার ব্যবস্থাপনা কমিটি, মৎস্যজীবীসহ অন্যান্য স্টেকহোল্ডারগণকে প্রশিক্ষণ প্রদান।
ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ সেবা সম্প্রসারণ প্রকল্পঃ
বাস্তবায়ন কালঃ জুলাই ২০০৯ থেকে জুন ২০১৪ পর্যন্ত।
কার্যক্রমঃ (১) ৯টি ইউনিয়নে ৯ জন স্থানীয় মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি নিয়োজিত।
(২) ৪টি প্যাকেজের মাধ্যমে কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
(ক) কার্য মিশ্রচাষ, (খ) গলদা কার্প মিশ্রচাষ, (গ) নার্সারী, (ঘ) ধান ক্ষেতে
মাছ চাষ।
(৩) প্রদর্শনীয় খামারদের আর্থিক সহায়তা প্রদান।
(৪) ৪টি প্যাকেজে প্রতি বছর ৮১ জন মৎস্য চাষী প্রশিক্ষণ প্রদান করা হয়। তাদের
খামার নিয়মিত পরিদর্শন ও তদারকী করা হয়।
(৫) প্রত্যেক ইউপি চেয়ারম্যানদের সার্বিক সহযোগিতার মাধ্যমে কাজ সম্পন্ন করা
হয়।
মৎস্য খাতে ক্ষুদ্র ঋন কর্মসূচীঃ-
মৎস্য খাতে ক্ষুদ্রঋন কর্মসূচী আওতায় অত্র উপজেলায় প্রকৃত দরিদ্র মৎস্য চাষীদের মৎস্য চাষের নিমিত্তে ঋন প্রদান করা হয়। এর ফলে স্থানীয় প্রকৃত ক্ষুদ্র মৎস্য চাষীরা মাছের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে আসছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS